তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় (Road Accident) গুরুতর আহত হলো একটি ছোট লরির চালক।দুর্ঘটনাটি ঘটেছে কাঁকসার পানাগড় (Panagarh) গ্রামের পাঠান পাড়ার কাছে দু নম্বর জাতীয় (NH2) সড়কের উপর।জানা গেছে একটি ছোট লরি কোলকাতা থেকে আসানসোল (Kolkata to Asansol) যাওয়ার পথে মোবিল (Mobil) ও কসমেটিক্স (Cosmetics) বোঝাই লড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুনম্বর জাতীয় (NH2) সড়কের উপর উলটে যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত হয় লরির চালক।স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে (Hospital)পাঠায়। দুর্ঘটনার জেরে দু নম্বর জাতীয় সড়কে আসানসোল গামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ লড়িটি অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।