তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে কাঁকসার (Kanksa) ২নম্বর কলোনী থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। ধৃতের নাম দীনবন্ধু পারুই। ধৃত দীনবন্ধু পারুই কে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে (Durgapur Court) পেশ করে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এলকা বাসীর কাছ থেকে এলাকায় বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ ওঠে। কাঁকসা থানার পুলিশ মঙ্গলবার রাত্রে হানা দিয়ে ১৯বোতল দেশি মদ সহ দীনবন্ধু পারুই কে গ্রেফতার করে।বুধবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে (Durgapur Court) পেশ করে কাঁকসা থানার পুলিশ।