সংবাদাতা,পূর্ববর্ধমান:- ফের হাতির (Elephanat) হানা পূর্ব বর্ধমানের আউশগ্রামে (Aushgram)। বাঁকুড়ার জঙ্গল থেকে একটি দল ছুট হাতি বুধবার সকালে আউশগ্রামের ভাল্কি অঞ্চলের ডোমবাঁধির জঙ্গলে ঢুকে পড়ে। এদিন ভোরে দামোদর নদ পেরিয়ে গলসির শিল্যা, পারাজ, কোন্দাইপুর হয়ে জামতারা গ্রামে ঢোকে একটি হাতি।
গ্রামের একাধিক কাঁচা বাড়ির আংশিক ক্ষতি করেছে দলছুট হাতিটি। সবজি ক্ষেতেরও ক্ষতি হয়েছে বেশ কয়েকটি জায়গায়। পড়ে বন দপ্তরের কর্মীরা পটকা ফাটিয়ে তাড়া করে হাতিটিকে লোকালয় থেকে সরিয়ে প্রতাপপুর জঙ্গলে পাঠায়। এই মুহূর্তে হাতিটি আউসগ্রামের জঙ্গলেই রয়েছে।
দলছুট এই হাতিটিকে নিয়ে যথেষ্টই আতঙ্কিত এলাকাবাসী।এখানে উল্লেখ্য মাস দু'য়েক আগে ৫০ টি হাতির দল দামোদর পার হয়ে গলসি হয়ে আউশগ্রামে ঢুকেছিল।সপ্তাহ খানেক ধরে এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় দলমার দলটি।ধানের চরম ক্ষতি হয়।