সংবাদাতা,পূর্ব বর্ধমান:-গ্রামের রাস্তায় পঞ্চায়েতের থেকে দায়িত্ব দেওয়া টোলকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের আউশগ্রামে (Aushgram)। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। জখম হয়েছেন দু'জন সেখ সাকিল ও নাজির মল্লিক।এরা দুজনেই আউশগ্রামের পিচকুরির বাসিন্দা।তাদের উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এলাকায় টহল দিচ্ছে পুলিশ বাহিনী।
আউশগ্রামের ফতেপুর গ্রামের কাছাকাছি অজয়নদে বালিঘাট রয়েছে। ওই বালিঘাট মঙ্গলকোট এলাকার মধ্যে পড়ে। সেখানে বালিবোঝাই গাড়ি ফতেপুর গ্রামের রাস্তা দিয়েও যাতায়াত করে। উক্তা পঞ্চায়েতের প্রধান মোজাফ্ফর শেখ জানান ,' রাস্তার রক্ষণাবেক্ষণের জন্য আলোচনা করে টোল ট্যাক্স (Toll Tax) আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার থেকে টোল ট্যাক্স আদায় শুরু হয়েছিল।' প্রধান বলেন,'সন্ধ্যায় ওই টোলকর্মীদের ওপর একদল দুস্কৃতী অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয়। প্রচুর মারধর করে। আমরা পুলিশকে জানিয়েছি।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।