নীলেশ দাস ,আসানসোল :- চলন্ত স্কুটিতে হটাৎ আগুন,এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার ঘটনাটি ঘটে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত বুধা এলাকায় এক চলন্ত স্কুটিতে হটাৎ আগুন লেগে যায়। প্রক্ষদর্শিদের বক্তব্য এক মহিলা স্কুটি নিয়ে যাচ্ছিলো। ঠিক ওই সময় চলন্ত অবস্থায় হটাৎ আগুন লেগে যায় স্কুটিতে।
সেই মুহূর্তে মহিলা স্কুটি ছেড়ে পালিয়ে যায়। চোখের পলকেই আগুনে ভস্মীভূত হয়ে যায় ওই স্কুটি টি। যদিও সেই সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও বিফল হয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পুলিশে ও দমকল কে খবর দেওয়া হলে ততক্ষন আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় ওই স্কুটি।