নীলেশ দাস, আসানসোল :-আসানসোল পৌর নিগমের নির্বাচনের নির্বাচিত কাউন্সিলররা শপথ গ্রহণ নেবার আগেই আসানসোলের রবীন্দ্র ভবন পরিদর্শন করেন আসানসোল পুর কমিশনার নিতিন সিংহানিয়া। বুধবার এই পরিদর্শন করেন।আগামী ২৫ শে ফেব্রুয়ারিতে শপথ গ্রহণ হবে সে প্রস্তুতির পরিদর্শনে পুর কমিশনার। এদিন রবীন্দ্র ভবন হলের পাশাপাশি ভবন চত্বরও পরিদর্শন করেন।
এদিন পুর কমিশনার নিতিন সিংহনিয়া জানান,আগামী ২৫ শে ফেব্রুয়ারিতে শপথ গ্রহণের অনুষ্ঠান তারেই প্রস্তুতি। ১০৬ ওয়ার্ডের নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণের পাশাপাশি আসানসোল পৌর নিগমের প্রথম বোর্ড মিটিং হবে। মাননীয় মেয়র এবং চেয়ারম্যান থাকবে। সকাল ১১ টার মধ্যেই শুরু হয়ে যাবে। প্রশাসন থেকে শুরু করে সব দিককে খতিয়ে দেখা হচ্ছে। যাতে এই শপথ গ্রহণ সুষ্ঠ ভাবে হয় তার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।