নীলেশ দাস, আসানসোল :- গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রেল কলোনি এলাকায়। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে আসানসোল দক্ষিণ থানার দমহানি রেল কলোনির নিচু পাড়া এলাকায়।জানা গিয়েছে আসানসোলের হীরাপুর থানার ইসমাইলের হোমিওপ্যাথি কলেজ এলাকার বাসিন্দা মৃত যুবকের নাম অমিত বাল্মিকি বছর ৩৩ এর। যে বাড়ির সামনে থেকে অমিত বাল্মীকির দেহটি পাওয়া গিয়েছে সেটি তার দিদি ও জামাইবাবুর বাড়ি।
মৃত অমিতের জামাইবাবু সুরেশ কুমার চান্দেলা দোমহানি রেল কলোনির কেন্দ্রীয় বিদ্যালয়ের কর্মী।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানায় পুলিশ। ঘটনাস্থল থেকে একটি অগ্নেঅস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ দেহটি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে এই গুলি তা তদন্ত করছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।