তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সরকারের নিয়ম মেনে বুধবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন। বুধবার সকাল থেকেই পানাগড় গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা হাজির হয়। প্রথম দিন তুলনামূলকভাবে ছাত্র-ছাত্রীর সংখ্যা কম থাকলেও আগামী দিনে 100% ছাত্র-ছাত্রী উপস্থিত থাকবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।
তিনি জানিয়েছেন সরকারের বিধিনিষেধ মেনে বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হয়েছে তবে দীর্ঘদিন পর ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসতে দেখে অনেকটাই খুশি শিক্ষকরাও।পঠন পাঠন এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে দূরত্ব বজায় রেখে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় এর কক্ষে বসানো হয়েছে।
অভিভাবকেরা জানিয়েছেন বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হওয়ায় তারা যতটা না খুশি তার থেকেও বেশি খুশি হয়েছে তাদের সন্তানরা। কারণ লকডাউন শুরু হওয়ার থেকে আজ প্রায় দু'বছর ধরে এমনভাবে পড়াশোনার সাথে তাদের মনোযোগ ছিল না।
বিদ্যালয় খোলা পর সকাল থেকেই বিদ্যালয় আসার জন্য তাদের ছেলেমেয়েরা উৎসাহিত ছিল। কারণ দীর্ঘদিন ধরে তারা গৃহবন্দি অবস্থায় ছিল। বিদ্যালয় শুরু হওয়ার পর থেকে তারা অনেকটাই খুশি।