তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার বনকাটি এলাকায় এক ব্যক্তি কে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ।ধৃতদের নাম লালন রুইদাস ও ঝন্টু রুইদাস। ধৃত দুই জনই কাঁকসার অযোধ্যা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গত বৃহস্পতিবার কাঁকসার বনকাটি এলাকায় একটি পুকুর থেকে বলাই মূর্মু নামের ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিবার কাঁকসা থানা বলাই মুর্মু কে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে ৪ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ তূলে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
লিখিত অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। যার মধ্যে শিবু রুইদাস কে রবিবার এবং দুলাল রুইদাস কে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে আগেই পেশ করেছে কাঁকসা থানার পুলিশ। বুধবার লালন রুইদাস ও ঝন্টু রুইদাস নামের দুই ব্যক্তিকে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।