সংবাদাতা, পূর্ব বর্ধমান:- বাইক চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও চোর। স্থানীয়রা তুলে দিল রেল পুলিশের হাতে।প্রায়শই বাইক চুরির ঘটনা ঘটে এলাকায়। বুধবার দুপুরে বর্ধমান স্টেশনের বাইরে খাবারের দোকানের সামনে থেকে একটি মোটর বাইক নিয়ে পালানোর চেষ্টা করে এক ব্যক্তি ।
দোকানদারের নজরে আসায় দৌড়ে গিয়ে পাকড়াও করে চোরকে। চেঁচামেচি শুনে জড়ো হয় স্থানীয় মানুষজন। স্থানীয়দের কাছে গাড়ি চুরির কথা স্বীকার করে নেয় ধৃত ব্যক্তি।
সে জানায় তার নাম রাজু পুরোকাইত ওরফে আকাশ। এখান থেকে গাড়ি চুরি করে স্টেশনের বাইরে থাকা অন্য একজনকে দেওয়ার কথা ছিল বলে জানায় সে। শেষমেশ চোরকে রেলপুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।