Type Here to Get Search Results !

আনিশ খানের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বর্ধমানের কার্জনগেট চত্বরে বিক্ষোভে সামিল হল এসএফআই ও ডিওয়াইএফআই



সংবাদাতা,পূর্ববর্ধমান:-আমতার আনিশ খান মৃত্যুর ঘটনার প্রতিবাদের আঁচ এবার শহর বর্ধমানে।রবিবার বিকেলে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জনগেট চত্বরে বিক্ষোভে সামিল হল এসএফআই ও ডিওয়াইএফআই।ব্যানার ও পোষ্টার নিয়ে বিক্ষোভ দেখায়  এসএফআই ও ডিওয়াইএফআইয়ের ছাত্র ও যুবরা।আনিশ খানের মৃত্যুর ঘটনার প্রকৃত তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়  বাম ছাত্র ও যুবরা।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad