শুভময় পাত্র,বীরভূম:- আনুমানিক ২.৫-৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্যসহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী বীরভূমে। হেরোইন, আফিম ও পোস্তর আঠা সহ এক কুখ্যাত চোরাচালানকারী দুষ্কৃতীকে গ্রেফতার করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি এদিন এক সাংবাদিক বৈঠক করে জানান উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বাজার মূল্য আনুমানিক ২.৫-৩ কোটি টাকা।
বীরভূম জেলা পুলিশের কাছে আগেই খবর ছিল শেখ বদরুজ্জামান নামে এক মাদক চোরাচালানকারী দীর্ঘদিন ধরে বীরভূম জেলা জুড়ে হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যর কারবারি করছে। বীরভূম জেলা পুলিশ প্রায় চার মাস ধরে শেখ বদরুজ্জামানের খোঁজ চালিয়ে যাচ্ছিল। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের জালে ধরা পরল মাদক কারবারি সঙ্গে যুক্ত সেই কুখ্যাত দুষ্কৃতী বদরুজ্জামান শেখ।
ধৃত বদরুজ্জামান এর কাছ থেকে উদ্ধার হয়েছে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইন,১.৫ কেজি আফিম, ৩ কেজি পোস্তর আঠা, যার বাজার মূল্য আনুমানিক ২.৫- ৩ কোটি টাকা। বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী এদিন সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন।ধৃত শেখ বদরুজ্জামানকে দুবরাজপুরের দরবেশপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠী।