সংবাদাতা,পূর্ব বর্ধমান:- এযেন উলোট পুরাণ।তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান।পৌর নির্বাচনে দলীয় টিকিট না পেয়ে কংগ্রেসে যোগদান করলেন পূর্ব বর্ধমানের মেমারি পুরসভার ২ বারের কাউন্সিলর রূপা খাঁড়া।শুধু কংগ্রেসে যোগদান করা নয়,যোগদান করার পরেই পেলেন কংগ্রেসের টিকিট।মঙ্গলবার দাখিল করলেন মনোনয়নও।
Municipal Election 2022: পৌর নির্বাচনে দলীয় টিকিট না পেয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন মেমারি পুরসভার বিদায়ী কাউন্সিলর রূপা খাঁড়া
February 08, 2022
0