Type Here to Get Search Results !

Municipal Election 2022: তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষের কর্মীসভা অনুষ্ঠিত হলো বার্ণপুরে



নীলেশ দাস ,আসানসোল:- আসানসোল পৌর নিগম নির্বাচনের শেষ লগ্নের প্রচারে ঝড় তুলতে গত সোমবার থেকে শহরে উপস্থিত হয়েছেন তৃণমূলের (TMC) যুব সভাপতি সায়নী ঘোষ ৷ মঙ্গলবার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত বার্ণপুর (Burnpur) এলাকার তৃণমূল প্রার্থীদের সমর্থনে সম্প্রীতি ভবনে এক কর্মীসভায় যোগদেন সায়নী ঘোষ (Sayoni Ghosh) ৷ 



অবশ্য এর আগে সোমবার সারাদিন রানিগঞ্জ, জামুড়িয়া ও কুলটিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে কর্মীসভা করেন তিনি ৷ এদিন যুব নেত্রী সায়নী ঘোষের সাথে প্রার্থী হিসাবে উপস্থিত ছিলেন অশোক রুদ্র, ববিতা দাস সহ আরো অনেকেই ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সায়নী ঘোষ বলেন, পৌর নির্বাচনের (Municipal Election 2022) আগে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে উপস্থিত হয়েছেন আসানসোলে (Asansol) ৷ 



একই সাথে তিনি দলের কর্মী ও প্রার্থীদের উদ্দেশ্যে কিছু বার্তাও নিয়ে এসেছেন ৷ তাছাড়া কলকাতার পরে পশ্চিম বাংলায় আসানসোলই সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা ৷ তাছাড়া পৌর নিগম এলাকা হিসাবেও বৃহত্তর৷ রাজ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে উন্নয়ণের কর্মযজ্ঞ চলছে সেই ধারাকে অব্যাহত রাখতে আসানসোলের সাধারণ মানুষ তৃণমূলের সাথেই থাকবে ৷ 



আসানসোল পৌর নিগমের বোর্ড গঠন করবে তৃণমূলই ৷ একই সাথে কর্মীদের উজ্জিবীত করতে এদিন খেলা হবে শ্লোগানও দেন যুবনেত্রী ৷ পাশাপাশি অর্জুন সিং এর মন্তব্যে কটাক্ষ করে বলেন, ভাটপাড়ায় থেকে ভাট বকছেন ৷ তার কথা কেও শোনেনা ৷ বাংলার মানুষ বিজেপির সাথে নেই ৷ ২০২১ এর বিধানসভা নির্বাচনেই প্রমান হয়ে গেছে ৷

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad