তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- একটি দেশি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ।কাঁকসা থানা পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ জয়দেব নন্দী নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয়।
কাঁকসার দু'নম্বর কলোনির বাসিন্দা জয়দেব নন্দী কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। কাঁকসা থানা পুলিশ জয়দেব নন্দী কে গ্রেফতার করে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে (Durgapur subdivision court) পেশ করে। কি কারনে তিনি বন্দুক রেখে ছিলেন এবং আরও কেউ তার সাথে যুক্ত আছে কিনা সেই বিষয়ে তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।