তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার দু নম্বর কলোনি থেকে লোহার স্ক্র্যাপ (Scrap Iron) ও লোহার যন্ত্রাংশ (Iron Parts)চুরির ঘটনায় কাঁকসার (Kanksa) দু নম্বর কলোনি থেকে এক যুবককে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ।কাঁকসার দু'নম্বর কলোনির বাসিন্দা তপন মন্ডল কে তার বাড়ি থেকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত তপন মন্ডল কাঁকসার দু নম্বর কলোনি এলাকার একটি বেসরকারি কারখানা থেকে লোহার যন্ত্রাংশ এবং লোহার স্ক্র্যাপ চুরি করে নিয়ে যায়।কারখানা কর্তৃপক্ষ কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে,
লিখিত অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ তপন মন্ডল নামে ওই যুবককে তার বাড়ি থেকে গ্রেফতার করে। উদ্ধার হয় ৮৭ কেজি স্ক্র্যাপ এবং লোহার যন্ত্রাংশ। ধৃত তপন মন্ডল কে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে (Durgapur Subdivision Court) পেশ করে কাঁকসা থানার পুলিশ।