তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-প্রয়াত সংগীত শিল্পী লতা মঙ্গেশকর কে শ্রদ্ধা জানিয়ে রবিবার সন্ধ্যায় কাঁকসার গোপালপুরে মোমবাতি নিয়ে মিছিল করলো গোপালপুরের সংগীত প্রেমী মানুষরা।এদিন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সামনে লতা মঙ্গেশকরে প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান সকলে।
এলাকার সংগীত প্রেমী মানুষরা ছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসার পঞ্চায়েত সমিতির সদস্য তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা যুব সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ মন্ডল,পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের কাঁকসা ব্লকের সভাপতি শান্তনু আদক , মহিলা তৃণমূলের কংগ্রেসের কাঁকসা ব্লকের কনভেনার অর্পিতা ঢালি সহ অন্যান্যরা।
তৃণমূলের জেলা যুব সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ মন্ডল বলেন যারা সংগীত প্রিয় মানুষ তাদের জন্য আজকের দিনটা খুবই কষ্টের কারণ আজকের দিনে সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর প্রয়াত হয়েছেন। তার প্রয়ান দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে তার আত্মার শান্তি কামনায় এলকায় মোমবাতি নিয়ে মিছিল করে তাকে শ্রদ্ধা জানানো হয়।