Type Here to Get Search Results !

বুদবুদের সালডাঙায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির



তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বুদবুদের সালডাঙা ধর্মরাজ তলা দুর্গামন্দির লোটাস ক্যাটারার্স এর উদ্যোগে ও পানাগড় ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের (Panagarh Voluntary Blood Donors Forum) সহযোগিতায় শালডাঙায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।স্বেচ্ছায় রক্তদান শিবিরে (Voluntary blood donation camp) এদিন পুরুষ ও মহিলা মিলে ৩০জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।


এদিন রক্তদান শিবিরে শালদাঙা ধর্মরাজ তলা দুর্গামন্দির লোটাস ক্যাটারার্স ও পানাগড় ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন এলকার বিশিষ্টজনেরা।



পানাগড় ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক প্রণব শেঠ জানিয়েছেন করোনা আবহে রক্তের সংকট মেটাতে ও এলকার মানুষদের মধ্যে রক্তদানের প্রতি উৎসাহ বাড়াতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যেখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে রক্তদান  করেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad