তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সোমবার থেকে প্রশাসনের নিয়ম মেনে কাঁকসার মাধবমাঠে শিবাজী সঙ্ঘ ক্লাবের মাঠে শুরু হলো মাধবমাঠ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন। এদিন মুক্ত আকাশের নিচে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে পঠন পাঠন শুরু হওয়ায় খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা।
পঠন পাঠন শুরু হওয়ার পাশাপাশি এদিন শুরু মিডডে মিল। আবারও পড়াশোনার সাথে ছাত্রছাত্রীদের একসাথে বসে মিডডে মিলের খাওয়ার খাওয়ার সেই চেনা ছবি দেখা গেলো কাঁকসার মাধবমাঠে।পাশাপাশি কাঁকসার মাধব মাঠের মনসা তলায় মাধব মাঠের ssk স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে শুরু হয় পঠন পাঠন।
কাঁকসা মাধব মাঠ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন সমস্ত নিয়ম মেনে সোমবার থেকে খোলা আকাশের নিচে পঠন পাঠন শুরু করা হলেও প্রত্যমদিনে ছাত্র ছাত্রীরা সংখ্যা কম থাকলেও আগামীদিনে ছাত্র ছাত্রীর সংখ্যা ১০০শতাংশ হবে। তবে ধারাবাহিক ভাবে ৩টি শ্রেণীর পঠন পাঠন হবে দিন বদল করে।