শুভময় পাত্র,বীরভূম:- হাতির আতঙ্ক শান্তিনিকেতনে। দলছুট হাতি শান্তিনিকেতনের চিপকুটি জঙ্গলে ঢুকে পড়েছে এমনটাই খবর ছড়িয়েছে শ্রীনিকেতন শান্তিনিকেতন ও বল্লভপুর জুড়ে। আর তা নিয়েই তৎপর বল্লভপুর অভয়ারণ্যের বনদপ্তর এর কর্মীরা।
সূত্রের খবর বর্ধমান জেলার আউসগ্রাম এলাকা হয়ে অজয় নদী পেরিয়ে শান্তিনিকেতনের চিপকুটি জঙ্গলে দলছুট হাতিটি ঢুকে পড়ে । ঘটনাস্থলে রয়েছে বনদপ্তরের কর্মীরা , রীতিমতো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । হাতি টি যাতে শহর এলাকায় ঢুকে পড়তে না পারে তার জন্য ইতিমধ্যেই তৎপরতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন থেকে শুরু করে বনদপ্তরের কর্মীরা।
এলাকাবাসীরা যাতে কোনভাবে আতঙ্কিত না হয়ে পড়েন তার জন্য বনদপ্তর এর কর্মীরা এলাকায় এলাকায় ঘুরে মাইকিং শুরু করেছেন। পাশাপাশি তাদেরকে সচেতন থাকার বার্তা দিচ্ছেন তারা । বনদপ্তর এর পাশাপাশি প্রশাসনও সতর্ক রয়েছে ।
কিভাবে হাতিটিকে কাবুতে আনা যায় সে বিষয়টা খতিয়ে দেখছেন বনদপ্তরের আধিকারিকরা। খুব স্বাভাবিকভাবেই হাতির আতঙ্ক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতন সংলগ্ন শ্রীনিকেতন ও বল্লভপুর এলাকায়।