সংবাদাতা,পূর্ব বর্ধমান:- পৌরসভার প্রার্থী নিয়ে শাসকদলের গোষ্ঠী কোন্দলের মধ্যেই বামফ্রন্ট সোমবার মনোনয়ন পত্র দাখিল করলো।বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডের পাশাপাশি সোমবার জেলার গুসকরা ও মেমারি পৌরসভার বাম প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন। সিপিএমের জেলার দলীয় কার্যালয় পার্কাসরোড থেকে প্রার্থীরা মিছিল করে কার্জনগেট চত্বরে উপস্থিত হয়। তারপর প্রার্থীরা কোভিড বিধি মেনে মনোনয়ন পত্র জমা দিতে যান।
বর্ধমান ও গুসকরা পৌরসভার বামফ্রন্ট প্রার্থীরা বর্ধমান উত্তর মহকুমাশাসকের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন।অন্যদিকে মেমারি পৌরসভার বাম প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন বর্ধমান দক্ষিণ মহকুমাশাসকের দপ্তরে। এখানে উল্লেখ্য মেমারি ও গুসকরা পৌরসভার আসন ১৬ টি করে।