শুভময় পাত্র, বীরভূম:-বীরভূমের ডেউচা পাচামি খোলামুখ কয়লাখনি প্রকল্পের বিরোধিতা করতে আসা বাম সমর্থিত সংস্কৃতি জগতের বিদ্বেষি রাজনীতি বিরোধী জনমঞ্চের বিরুদ্ধে আদিবাসী সম্প্রদায়ের পথঅবরোধ। পূর্বে পাওয়া খবর অনুযায়ী বীরভূমের দেউচা পাচামি প্রস্তাবিত খোলা মুখ কয়লা খনি প্রকল্প এলাকায় এসে শিল্প বিরোধী আন্দোলন গড়ে তুলবে বাম সমর্থিত সংস্কৃতি জগতের বিদ্বেষি রাজনীতি বিরোধী জনমঞ্চ। যাতে শিল্প বিরোধী আন্দোলন গড়ে তুলতে না পারে তারই প্রতিবাদে দেউচা পাচামি যাওয়ার পথেই বীরভূমের দুবরাজপুরের মূল সড়কে তরুলিয়া মোড়ে অবরোধ করলো স্থানীয় আদিবাসী সংগঠন।
সরকারি সূত্রের খবর আমেরিকার পর বীরভূমের ডেউচা পাচামি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লা খনি হতে চলেছে। এই খোলামুখ কয়লা খনি প্রকল্প বাস্তবায়িত হলে বীরভূম তথা রাজ্যের অর্থনৈতিক অবস্থা উন্নতি ঘটবে তা বলাই বাহুল্য। রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ডেউচা পাচামি কয়লা খনি প্রকল্প গড়ে উঠলে ১ লক্ষেরও বেশি কর্মসংস্থান হবে স্থানীয় বাসিন্দাদের। এছাড়াও সরকারিভাবে ডেউচা পাচামি এলাকায় স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের ডেউচা পাচামি প্রস্তাবিত খোলামুখ কয়লা খনি প্রকল্প ঘিরে যখন আশায় আলো দেখছে এলাকার মানুষ। সেই মত অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলগুলি শিল্প বিরোধী আন্দোলন গড়ে তুলতে চাইছে। খুব স্বাভাবিকভাবেই কলকাতা থেকে শুরু হওয়া রাজ্যের সংস্কৃতি মানুষজনদের নিয়ে গঠিত বিদ্বেষি রাজনীতি বিরোধী মঞ্চ আজ যাওয়ার কথা দেওচা পাচামি এলাকায়। এই খবর পাওয়া মাত্রই ডেউচা পাচামি এলাকার আদিবাসী মানুষজন পথে নেমেছে।
একইসাথে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত তরুলিয়া মোড়ে পথ অবরোধ করে স্থানীয় এলাকার আদিবাসী মানুষজন। পথ অবরোধকারী আদিবাসী মানুষদের দাবি, ডেউচা পাচামি তে প্রকল্প হলে এলাকার অবস্থার উন্নতি ঘটবে। স্থানীয় বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। তাই প্রস্তাবিত ডেউচা পাচামি কয়লা খনি প্রকল্প রূপায়নের সমর্থনে পথে নামে স্থানীয় সমস্ত আদিবাসী মানুষজন।