তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- হাওড়ার আমতায় ছাত্র নেতা আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে বাম ছাত্র ও যুব সংগঠন।পাশাপাশি 'ছাত্র নেতা আনিস খান কে হত্যা করা হয়েছে' এই অভিযোগ তুলে কাঁকসা থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভে বসে বাম ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকরা।বৃহস্পতিবার বিকালে কাঁকসার হাট তলা থেকে একটি মিছিল করে এসে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন বাম ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকরা।
এদিন থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সিপিআইএম এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিরেস্বর মন্ডল, অলোক ভট্টাচার্য্য,বৃন্দাবন দাস,বাম ছাত্র যুব নেতা মুকেশ সিং,সুরজ পাল মৃনাল দাস সহ অন্যান্যরা।
এদিন প্রায় এক ঘন্টা ধরে অবস্থান বিক্ষোভে আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবি তোলেন বাম কর্মী সমর্থকরা। পাশাপাশি এদিন তারা সি বি আই তদন্তের দাবি জানিয়ে ঘটনার সাথে যুক্ত দের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।