তনুশ্রী চৌধুরী,পানাগড়:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলো এক সাইকেল আরোহী।ঘটনাটি ঘটেছে পানাগড় (Panagarh) বাজারে দুর্গাপুর বাস স্ট্যান্ডের কাছে।স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাইকেল আরোহী কাঁকসা থেকে পানাগড় বাজারের চৌমাথা মোড়ের দিকে যাওয়ার সময়, এক মোটর সাইকেল আরোহী সাইকেল আরোহীকে অতিক্রম করার সময় মোটর সাইকেলের পিছনে বসে থাকা আরোহীর পিঠের ব্যাগের বেল্ট সাইকেলের হ্যান্ডেলে লেগে যাওয়ায় সাইকেল আরোহী সাইকেল থেকে রাস্তার উপরে পরে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন।
স্থানীয়রা কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে (Panagarh Block Primary Health Center) ভর্তি করে।আহত সাইকেল আরোহী কাঁকসার প্রয়াগপুরের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।