সংবাদাতা,পূর্ব বর্ধমান:- আজ বর্ধমানের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদারের হয়ে প্রচারে আসেন প্রাক্তন ফুটবলার ও তৃণমূল নেতা রহিম নবী।এদিন প্রচারে এসে তিনি বলেন '' আনিস খানের মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি চলছে। মুখ্যমন্ত্রী যখন মাথার উপর আছেন তখন অহেতুক এটা নিয়ে ভাবার কিছু নেই। উনি যখন আছেন মাথার উপরে যেটা ভালো বুঝবেন করবেন। ''
আজ বর্ধমানের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদারের প্রচারে এসে এই মন্তব্য করলেন প্রাক্তন ফুটবলার ও তৃণমূল নেতা রহিম নবী।সঙ্গে হাজির ছিলেন ফুটবলার অ্যালবেডো, দীপঙ্কর এবং মেহতাব। স্থানীয় মাঠে জনসংযোগে এলাকাবাসীদের সাথে ফুটবল খেললেন প্রাক্তন এই ফুটবলাররা।