নীলেশ দাস ,আসানসোল :- ট্রাকের ভেতর থেকে উদ্ধার চালকের মৃতদেহ। ঘটনাটি ঘটে বুধবার বাংলা-ঝাড়খন্ড সীমান্ত ডুবুরডিহি চেকপোস্টের সামনে । ঝাড়খন্ড থেকে আগত একটি ঝাড়খন্ড এর নাম্বর কয়লা বোঝাই ট্রাকের মধ্যে থেকে চালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।
ঘটনাস্থলে খবর পেয়ে কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলাহাসপাতালে পাঠায়।যদিও ট্রাকটিতে বৈধ কয়লা বোঝায় ছিলো বলে যানা যায়।মৃতের পরিচয় রাম বল্লম যাদব ৫৪ বছর বয়স।
পারিবারিক সূত্রে জানা যায় ঝাড়খণ্ডের ঝিঙ্ঝরির বাসিন্দা বর্তমানে কর্মসূত্রে ঝরিয়ার সিন্ধ্রীতে থাকতো, মঙ্গলবার রাত্রে সিন্ধ্রী থেকে চালানের কয়লা ট্রাকে চাপিয়ে বাঁকুড়ার বড়জোরার থার্মাল পাওয়ার হাউসে কয়লা পৌঁছাতে যাচ্ছিল।
রাত দশটা নাগাদ বাড়ীতে ফোন করে জানায় তার শরীর খারাপ লাগছে তারপর ফোন সংযোগ কেটে যায় সকালে পুলিশের কাছ থেকে পরিবার ফোন পায় রামবল্লম যাদব মারা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে।ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।