সংবাদাতা,পূর্ববর্ধমান:-বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন শান্তিনিকেতন এক্সপ্রেস (Santiniketan Express)। পূর্ববর্ধমানের মশাগ্রাম স্টেশন পার হওয়ার পরই গেটম্যান লক্ষ্য করেন ইঞ্জিনের পরে দ্বিতীয় বগির নীচের দিকে ধোঁয়া বেরুচ্ছে। সঙ্গে সঙ্গে মশাগ্রাম রেলগেটের গেটম্যান সৌমেন সাঁতারা ট্রেনের গার্ড ও স্টেশন ম্যানেজারকে বিষয়টি জানান। স্টেশন ম্যানেজার ওয়াকিটকি মারফত চালককে জানালে ট্রেন থামিয়ে দেন চালক ।
মশাগ্রাম স্টেশনের ম্যানেজার এ কে বালা জানান অগ্নিনির্বাপক নিয়ে তারা ট্রেনের কাছে হাজির হওয়ার আগেই চালকের কাছে থাকা অগ্নিনির্বাপক দিয়ে চালক আগুন নিভিয়ে ফেলেন।
দুপুর ২ - ২১ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। তাকে গেটম্যান জানালে তিনি ট্রেনের চালককে জানান। ৩ - ১৫ মিনিটে ট্রেনটি হাওড়ার উদ্দেশ্য রওনা দেয়। গেটম্যান সৌমেন সাঁতরা বলেন, ট্রেনের গার্ডকে লাল পতাকা দেখাতেই তিনিও বিপদ বুঝে যান।চাকার হাইড্রোলিকে ঘর্ষণেই আগুন ধরে বলে জানান স্টেশন ম্যানেজার।