তনুশ্রী চৌধুরী,পানাগড়:- শনিবার পানাগড় বাজারের বাসষ্ট্যান্ডে একটি মিষ্টির দোকানে চপের ভিতর থেকে আরশোলা বেরোনোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলকায়।ঘটনার খবর পেয়ে এলাকার যুবকরা ওই দোকানের মালিকের কাছে বিষয়টি তুলে ধরলে উলটে দোকান মালিক এলাকার যুবকদের সাথে দুর্ব্যবহার করে বলে অভিযোগ।
কাঁকসা ব্লকের তৃণমূল নেতা জানিয়েছেন ঘটনার সম্পর্কে তিনি জানতে পেরেছেন। তিনি স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন এই বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানালে প্রশাসন এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
তবে স্থানীয়রা জানিয়েছে এই ধরনের ঘটনা এর আগেও হয়েছে। কখনো আরশোলা,কখনো আরশোলার শরীরের অংশ পাওয়া যায় খাবারে।বারবার দোকান মালিককে জানালেও কোনো লাভ হয় না।ওই মিষ্টির দোকানের রান্না ঘরে রিতমত অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই খাবার তৈরি হয় বলে অভিযোগ এলাকাবাসীর।