সংবাদাতা,পূর্ব বর্ধমান:- রেললাইন থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য।চাঞ্চল্য ছড়ালো বর্ধমান রামপুরহাট (Burdwan-Rampurhat) শাখার বনপাশ স্টেশন (Banpas Station) সংলগ্ন ফটক এলাকায়।ডাউন লাইন থেকে উদ্ধার হয় দেহ।উদ্ধার করে রেল পুলিশ।দেহটিকে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের (Burdwan Hospital) পুলিশমর্গে পাঠানো হয়েছে।কিভাবে মৃত্যু খতিয়ে দেখছে রেলপুলিশ।