সংবাদাতা,পূর্ববর্ধমান:- নির্বাচনের নামে ব্যাপক ভোটলুট হয়েছে বর্ধমান শহরে। এবারের পুর-নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে সদর মহকুমাশাসকের দপ্তরের সামনে অবস্থান শুরু করলেন বিজেপি সমর্থকেরা। দলের এবারের পুরভোটের প্রার্থীরা প্লাকার্ড নিয়ে মাটিতে বসে পড়েন। তার আগে পুলিশের সাথে বচসাও হয় তাদের। বিরাট পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে দপ্তরের সামনে।