সোমনাথ মুখার্জী, অন্ডাল :- আবগারি দফতরের নামে অন্ডালের মুকুনপুর এলাকার মদ দোকানদারদের কাছ থেকে টাকা আদায় করার অভিযোগে অনিমেষ ঘটক নামে এক ব্যক্তিকে স্থানীয় লোকজন পুলিশে হাতে তুলে দিল। স্থানীয়রা জানান,এই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকার মদের দোকানগুলো থেকে টাকা আদায় করতো নিজেকে আবগারি দপ্তরের অফিসার বলে।
অভিযোগ রবিবার দুপুরে মুকুন্দনপুর কলিয়ারিতে কয়েকটি মদ দোকানে টাকা আদায় করতে এসেছিল অভিযুক্ত ব্যক্তি। ঘটনা সূত্রে জানাজায় একটা মদ দোকানে টাকা আদায় করার সময় দোকানদারের ওই ব্যক্তিকে সন্দেহ হলে তার কাছে তার বৈধ পরিচয় পত্র চায়,কিন্তু অভিযুক্ত ব্যক্তি কোনো পরিচয় পত্র দেখাতে না পারলে,স্থানীয়দের সন্দেহ আরও বেড়ে যায়।খবর দেওয়া হয় পুলিশে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
ঘটনাস্থলে সংবাদমাধ্যমের কর্মীরা গেলে ওই ব্যক্তি জানায় যে সে কোনো আবগারি অফিসার নয়। তবে এলাকার মদ দোকান গুলো থেকে টাকা তোলার কারন সে সঠিক ভাবে বলতে ব্যর্থ হয়। ওই ব্যক্তি তখন জানায় যে সে আর এই এলাকায় আসবে না । ধৃত ব্যক্তি জানায় সে দুর্গাপুরের বাসিন্দা। কিন্তু স্থানীয়রা জানায় সে আদতে রাণীগঞ্জের বাসিন্দা।