সংবাদাতা,পূর্ব বর্ধমান:- বর্ধমানে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে এসে সিবিআই এর বিরুদ্ধে তদন্তে ঢিলেমির অভিযোগ তুললেন কেন্দ্রীয় বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল সিনহা বলেন, '' সিবিআই যদি ঠিক মতো তদন্ত করতো তাহলে তৃণমূল কংগ্রেসের অর্ধেক নেতা জেলে থাকতো। রাজ্যে যেভাবে আর্থিক দুর্নীতি হয়েছে তাতে সাধারণ মানুষ সর্বশান্ত হয়েছে। সিবিআই এর উচিত তদন্তের গতিকে আরও তরান্বিত করা। ''
শনিবার বর্ধমানের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে এসে এই অভিযোগ করেন তিনি। পাশাপাশি, নির্বাচনী প্রচারে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের শাসক দলের তরফে হুমকি দিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।
৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে র্যালি করা হয় বিজেপির পক্ষ থেকে। এই র্যালিতে অংশগ্রহণ করে রাহুল সিনহা। র্যালি থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে তিনি বলেন, '' ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভোট দিতে দিক। মানুষ ভোট দিতে পারলে বিজেপি সব জায়গাতেই জয়লাভ করবে। ''