নীলেশ দাস, আসানসোল :- ঝাড়খণ্ডের (Jharkhand) নিরসার ইসিএলের (ECL) খনিতে অবৈধভাবে কয়লা উত্তোলন করতে গিয়ে বিপত্তি। সূত্র মারফত জানা গিয়েছে, মঙ্গলবার কয়লাখনি (Coal Mine) থেকে অবৈধভাবে কয়লা উত্তোলন করার সময় হটাৎ চাংগড় ধসে মৃত্যু হয়। এই ঘটনায় ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে সূত্র অনুযায়ী। তবে আরো মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে স্থানীয়রা ও পুলিশ প্রশাসন।
এই ঘটনার বিষয়ে বিধায়ক অপর্ণা সেনগুপ্ত বলেন, এখানে ইসিএল (ECL) কি করছে। এখানে এতো বড়ো এলাকাটি বিপদজনক অবস্থায় খোলা রাখা হয়েছে। এই ঘটনার তদন্ত করা হোক এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক।
অন্যদিকে প্রাক্তন বিধায়ক অরূপ চ্যাটার্জি বলেন, ভোর ৪ টের সময় ঘটনাটি ঘটেছে, কিন্তু বেলা ১১ টা পর্যন্ত কোনো উদ্ধারকারী দল এলো না। এর তদন্ত করা উচিত এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সার্বজনীক জায়গায় এগুলি খোলা রাখা উচিত নয়। মানুষের জীবনের থেকে মূল্যবান আর কিছু হয় না। ঘটনাটি খুবই দুঃখজনক বলে জানান তিনি।