তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠনের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় কাঁকসার তিন নম্বর কলোনি এলাকায়। মঙ্গলবার বিকালে তৃণমূলের শ্রমিক সংগঠনের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ তুলে ঠিকা সংস্থার গেটের সামনে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা।
তৃণমূলের শ্রমিক সংগঠনের পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক (Panagarh Industrial Park) কন্ট্রাকটর রোড কন্সট্রাকশন ওয়ার্কার ইউনিয়নের কর্মীদের অভিযোগ, কাঁকসার তিন নম্বর কলোনি এলাকায় জাতীয় সড়ক (National Highway)সম্প্রসারনের কাজে যে ঠিকা সংস্থা ইতিমধ্যেই কাজ শুরু করেছে। সেই ঠিকা সংস্থায় বেকার যুবক দের কাজের জন্য দীর্ঘদিন ধরে তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা আন্দোলন করছেন।
কিন্তু মঙ্গলবার সকালে তৃণমূলের ব্লক নেতৃত্ব এবং স্থানীয় মানুষেরা কাজের দাবিতে ডেপুটেশন দিতে এসে তৃণমূলের শ্রমিক সংগঠনের ফেস্টুন ছেড়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বরা।ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হন তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মীরা।