Type Here to Get Search Results !

Birbhum: দেউচা-পাচামির আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে স্বনির্ভর করতে মোটর ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড



শুভময় পাত্র,বীরভূম:- দেউচা-পাচামির আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে স্বনির্ভর করতে মোটর ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড(West Bengal Swarojgar Corporation Limited) । এদিন বোলপুরের (Blopur) সার্কিট হাউসে সংশ্লিষ্ট দপ্তরের চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের(Anubrata Mandal) তত্ত্বাবধানে একটি বৈঠক হয়৷ বৈঠকে ছিলেন দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর নারায়ণ চন্দ্র সরকার, ডিরেক্টর ভরত কল, ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক অভিজিৎ সিংহ প্রমুখ৷ 



দেউচা-পাচামির আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি রাজ্যের অন্যান্য প্রান্তের আদিবাসী মানুষজনকে যন্ত্রাংশ সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে সার্বিক আলোচনা হয়৷ 



প্রায় ৩ ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক হয়৷ বৈঠক শেষে অনুব্রত মণ্ডল বলেন, 'দেউচা-পাচামির আদিবাসীদের মোটর ট্রেনিং দেওয়া হবে৷ সেটা নিয়েই আলোচনা হল। যাতে ওই মানুষগুলি স্বনির্ভর হয়৷ ওখানে একটা উন্নয়ন মূলক প্রকল্প হবে।'

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad