Type Here to Get Search Results !

Visva-Bharati: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিরুদ্ধে বিএড ডিগ্রিতে ভর্তির অনিয়মের অভিযোগ তুলল বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীরা



শুভময় পাত্র,বীরভূম:- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University) কর্তৃপক্ষের বিরুদ্ধে বিএড ডিগ্রিতে ভর্তির অনিয়মের অভিযোগ তুলল বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীরা। ভর্তির অনিয়মের অভিযোগ তুলে বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে উপাচার্য দপ্তরের সামনে বলাকা গেটে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি। হাতে প্লাকার্ড পোস্টার নিয়ে বিক্ষোভ বিশ্বভারতীর পড়ুয়াদের।



বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati University) উচ্চশিক্ষার ক্ষেত্রে বেসিক এডুকেশন এর জন্য বিনয় ভবন বিশেষ উল্লেখযোগ্য। সেই বিনয় ভবনে এবার বিএড ডিগ্রিতে ভর্তির অনিয়মের অভিযোগ তুলল বিশ্বভারতী আভ্যন্তরীণ ছাত্র-ছাত্রীরা। কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে উপাচার্য দপ্তরের সামনে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের।



ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বিনয় ভবনে বিএড ডিগ্রী কোর্সেস মোট ১০০ টি আসন রয়েছে। এরমধ্যে ৭৫ টি ইন্টার্নাল দের জন্য সংরক্ষিত। ২৫ টি বহিরাগতদের জন্য। বিশ্বভারতীর বিএড এ ভর্তির ক্ষেত্রে প্রসপেক্টাস নিয়ম অনুযায়ী ইন্টারনাল ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার আগে থাকা সত্ত্বেও এক্সটার্নাল স্টুডেন্টদের নিয়মবহির্ভূতভাবে ভর্তি করে নেওয়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো প্রতিক্রিয়া দিতে চাননি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad