তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- করোনা আবহে রক্তের সঙ্কট মেটাতে পানাগড় বাজারের রনডিহা মোড়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের (Blood Donation)আয়োজন করা হয়। পানাগড়ের রণডিহা মোড়ের একতা সংঘের উদ্যোগে ও পানাগড় ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের (Panagarh Voluntary Blood Donors Forum) সহযোগিতায় এদিন রক্ত দান শিবিরের (Blood Donation Camp)সূচনা করেন।
কাঁকসার এসিপি শ্রীমন্ত বন্দোপাধ্যায়,কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং,বর্ধমান সদরের তৃণমূলের জেলা সহ সভাপতি মোঃ জাকির হোসেন,তৃণমূলের SC/ST সেলের রাজ্য কমিটির সদস্য সুন্দরলাল পাসওয়ান,কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্য্য,পানাগড় ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক প্রণব শেঠ সহ ক্লাবের সদস্যরা ও এলকার বিশিষ্ট জনেরা।
ক্লাবের সদস্যরা জানিয়েছেন বর্তমানে করোনার জন্য যে পরিস্থিতি হয়েছে।তাতে রক্তের সংকট যাতে না হয়।সেই কারণে রক্তের সঙ্কট মেটাতে তারা উদ্যোগ নিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন।এদিন রক্তদান শিবিরে মোট ৫০জন রক্তদাতা রক্তদান করেন।