সংবাদাতা,পূর্ব বর্ধমান:- পাচারের আগেই বর্ধমান স্টেশন (Bardhaman Station) থেকে উদ্ধার হল প্রচুর সংখ্যক টিয়া পাখি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১ পাচারকারীকে(Burdwan News)।
সোমবার সকালে ডাউন দানাপুর এক্সপ্রেসের (Danapur Express)জেনারেল কামরা থেকে উদ্ধার করা হয় টিয়াপাখি গুলি।২২৭ টি টিয়াপাখি ব্যাগ বন্দি করে পাটনা থেকে বর্ধমান (Patna to Burdwan) নিয়ে আসা হচ্ছিলো।
রেল পুলিশের (RPF) সন্দেহ হওয়ায় ব্যাগ খুলে তল্লাশি চালিয়ে টিয়াপাখি গুলিকে উদ্ধার করা হয়।পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একবাল খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতের বাড়ি বর্ধমান শহরের আলুডাঙ্গা এলাকায়।
উদ্ধার হওয়া ২২৭ টি টিয়াপাখিগুলিকে রেলপুলিশের পক্ষ থেকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়।