তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- অভিযান চালিয়ে বেআইনি কয়লা বোঝাই লরি আটক করলো কাঁকসা (Kanksa) থানার পুলিশ। গ্রেফতার করা হয় লরির চালক কে।
রবিবার গভীর রাত্রে কাঁকসা থানার পুলিশ কাঁকসার রাজবাঁধে (Rajbandh) দু নম্বর জাতীয় সড়কের (NH2) উপর অভিযান চালিয়ে দুর্গাপুর থেকে কোলকাতা (Durgapur to Kolkata) যাওয়ার পথে একটি কয়লা বোঝাই লরি আটক করে।
চালক বৈধ কাগজ দেখাতে না পারায় কয়লা বোঝাই লরি আটক করে পাশাপাশি লরির চালক কে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। ধৃত লরির চালকের নাম নীতিশ যাদব, বাড়ি বিহারে।সোমবার ধৃত লরি চালককে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।