তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গোপাল পুর উত্তর পাড়া ইউনিয়ন কংগ্রেসের উদ্যোগে রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন হলো। কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েত সংলোগ্ন নান্দনিক ম্যারেজ হলে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ মন্ডল,পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলনেতা শংকর লাল চ্যাটার্জি, পশ্চিমঙ্গ প্রগতিশীল হকারর্স ইউনিয়নের কাঁকসা ব্লক সভাপতি শান্তনু আদক,কাঁকসা ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি রাজেশ কোনার, গোপালপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কনভেনার বিকাশ রায়, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়জিৎ মন্ডল সহ অন্যান্যরা।
পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ মন্ডল জানিয়েছেন প্রতিবছর তারা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন সেইমতো এই বছরও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এবছর করোনার জেরে যেভাবে রক্তের সংকট দেখা দিয়েছে সেই রক্তের সংকট মেটানোর জন্য তারা সাধারণ মানুষের কাছে স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে রক্ত দান করার জন্য আহ্বান করেছেন। এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে ৫০জন রক্ত দাতা রক্ত দান করেন। তবে এদিন পুরুষদের পাশাপাশি মহিলাদের রক্তদানের প্রতি উৎসাহ ছিলো চোখে পড়ার মত।