তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শনিবার সন্ধ্যায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কাঁকসার ফারাকি ডাঙ্গা এলাকার জঙ্গলে রাস্তার ধার থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম শান্তনু সিংহ রায়। 49 বছর বয়সী শান্তনু সিংহ রায়ের বাড়ি কাকসা তিন নম্বর কলোনি এলাকায়।
পরিবার সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি গত দুদিন আগে বাড়ি থেকে বের হবার পর তার কোন খোঁজ খবর পাওয়া যায়নি।শনিবার বিকাল থেকে ফারা কি ডাঙ্গা এলাকায় তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে রবিবার ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি। পরিবারের সদস্যদের অনুমান মানসিক অবসাদের জেরে ওই ব্যক্তি বিষ খেয়ে আত্মঘাতি হয়েছে।উদ্ধার হয়েছে একটি সুসাইড নোট। ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।