শুভময় পাত্র.বীরভূম:- তদন্তের স্বার্থে পাঠভবনের অধ্যক্ষা বধিরূপা সিংহকে অনির্দিষ্টকালের জন্য পদ থেকে সরিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।উপাচার্যের তত্ত্বাবধানে বিশ্বভারতীর কর্মসমিতির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মর্মে বিশ্বভারতীর নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷
বিশ্বভারতীর অন্যতম আশ্রম শিক্ষার প্রাণকেন্দ্র হল পাঠভবন৷ এই পাঠভবনের অধ্যক্ষা ছিলেন বধিরূপা সিংহ৷ তাঁকে অনির্দিষ্টকালের জন্য পদ থেকে সরিয়ে দেওয়া হল৷ তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল পাঠভবনেরই ইংরেজির শিক্ষক সুরজিৎ সেনকে৷
প্রসঙ্গত, বধিরূপা সিংহের নিয়োগ সঠিক নয়৷ এই অভিযোগ তুলেছিলেন বিশ্বভারতীর ফ্যাকাল্টি এসোসিয়েশনের সদস্য অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। অভিযোগ করার জন্য সাসপেণ্ড হতে হয়েছে সুদীপ্ত বাবুকে। যা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছিল। এছাড়াও, করোনা কালে পড়ুয়াদের সুবিধার্থে পাঠভবনের পাঠ্যক্রম সংকোচিত করতে হবে৷ শিক্ষাসমিতির বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷
কিন্তু, পরবর্তীতে সেই সিদ্ধান্ত বদল করেন খোদ উপাচার্য। ফের বৈঠক না ডেকে শিক্ষাসমিতির সিদ্ধান্ত কিভাবে বদল করা যেতে পারে৷ এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল সব মহলে৷ আর এতেই উপাচার্যের রোষের মুখে পড়তে হয় পাঠভবনের অধ্যক্ষা বধিরূপা সিংহকে বলে জানা গিয়েছে৷
তাই শুধু পদ থেকে অপসারণ নয়, তাঁর বিরুদ্ধে তদন্তও চলছে৷ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে কর্মসমিতির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পাঠভবনের অধ্যক্ষাকে সরিয়ে দেওয়া হল। বিশ্বভারতীর নিজস্ব ওয়েবসাইটে দেওয়া কর্মসচিবের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমনই উল্লেখ রয়েছে।যদিও, এই মর্মে মন্তব্য করতে চাননি বধিরূপা সিংহ।