নীলেশ দাস ,আসানসোল:- বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসে আসানসোল পৌরনিগমের নাগরিক পরিষেবা নিয়ে কটাক্ষ করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল, শুক্রবার আসানসোলের পৌর নিগমের ৭৯ ও ৮০ নম্বর ওয়ার্ডের বার্নপুরে নির্বাচনী প্রচারে এসে তিন মন্তব্য করেন 'এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল। সেই কারণে বন্যা হচ্ছে।'
রাজ্যের চারটি পৌরনিগমের পৌর ভোটের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। ঘোষিত হয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী তালিকা। আর আসানসোল জুড়ে শুরু হয়েছে সমস্ত প্রার্থীদের প্রচার। তবে করোনা - র বাড়বাড়ন্ত হওয়ার ফলে ডোর টি ডোর প্রচার সারছেন প্রার্থীরা। আসানসোল পৌর নিগম এর অন্তর্গত ৭৯ ও ৮০ নম্বর ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থীরা তাদের প্রচার জোরকদমে শুরু করেছেন।
শুক্রবার আসানসোল পৌর নিগমের নির্বাচনী প্রচারে সামিল হলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পল। এদিন কিছু কর্মী সমর্থকদের সাথে নিয়ে ৭৯ ও ৮০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন অগ্নিমিত্রা পল ও বিজেপি প্রার্থীরা। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার তারা শোনেন এবং এই দুটি ওয়ার্ডে তারা জিতলে সেগুলির সমাধানের আশ্বাস দেন।
এদিন প্রচারে এসে অগ্নিমিত্রা পল বলেন, আসানসোল পৌরনিগমের এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল। তাই সেই কারণে বন্যা হচ্ছে। শুক্রবার আসানসোলের পৌর নিগমের ৭৯ ও ৮০ নম্বর ওয়ার্ডের বার্নপুরে নির্বাচনী প্রচারে এসে এই মন্তব্য করেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।