তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার সিলামপুরে দামোদর নদের চরে শুক্রবার সকাল থেকে বহু মানুষকে মকর স্নান এর জন্য ভিড় করতে দেখা যায়। তবে অন্যান্য বছর যে পরিমাণে ভিড় জমে এ বছর কেমন ভাবে সাধারণ মানুষের ভিড় চোখে পড়েনি।
মকর স্নান করতে আসা মানুষেরা জানিয়েছেন অন্যান্য বছর যে পরিমাণ ভিড় হয় করোনার জন্য এবছর একদম ভিড় নেই বললেই চলে। তবে প্রশাসনের পক্ষ থেকে কাঁকসা থানার পুলিশের কর্মীরা সমগ্র ঘাটে কড়া নজরদারি রেখেছিলেন আগে থেকেই। সামাজিক বিধি-নিষেধ মানার জন্য এবং যাতে সমস্ত ঘাটে ভিড় না জমে তাই কোন ঘাটে ভিড় জমতে দেওয়া হয়নি এদিন।
এবছর ২৬৫ বছরে পদার্পণ করল কাঁকসার সিলাম পুরের জয়দেব দাসের কেন্দুলি মেলা।প্রতি বছর মহাধুমধামে মেলার আয়োজন করা হলেও এ বছর করোনার জন্য নানান বিধি নিষেধ মেনে মেলার আয়োজন করা হয়েছে।
মেলার প্রবেশদ্বার থেকে সমগ্র মেলা চত্বরে করোনার বিধি-নিষেধ মেনে তবেই মেলায় প্রবেশ করতে দেওয়া হবে এমনই নিষেধাজ্ঞা দিয়ে পোস্টার দেওয়া হয়েছে মেলা কমিটির পক্ষ থেকে।মাইকিং করে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি এবছর সকলকে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন জানিয়ে মাটির মডেল তৈরি করে প্রচার করা হয়েছে মেলা প্রাঙ্গণে।
যেখানে একজন নার্স ভ্যাকসিনের সিরিঞ্জ নিয়ে সাধারণ মানুষদের ভ্যাকসিন দিচ্ছেন। কমিটির সদস্যরা জানিয়েছেন তারা এই মডেল তৈরি করে সাধারণ মানুষকে এই বার্তাই দিতে চান যে সকলকে মাক্স পড়ার পাশাপাশি করোনাভাইরাস কে হারানোর জন্য ভ্যাকসিন অবশ্যই নিতে হবে। যারা এখনো পর্যন্ত ভ্যাকসিন নেয়নি তারা যেন ভ্যাকসিন নেয় সেই বার্তাই দিয়েছেন তারা।