তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পানাগড় বাজারে স্কুটি ও মোটর সাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হলো দুজন।জানা গেছে শুক্রবার বিকালে পানাগড় বাজারের গুরুদুয়ারের সামনে একটি স্কুটি বর্ধমান যাওয়ার পথে আচমকা ডানদিকে দ্রুতগতিতে মোড় ঘুরতে গেলে পিছনে থাকা একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির পিছনে ধাক্কা মারে।
সংঘর্ষে দুজনেই রাস্তার উপরে ছিটকে পড়েন।স্থানীয়রা দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।তবে ওই সময় বড় কোনো গাড়ি চলাচল না করায় বড় সর দুর্ঘটনা থেকে রেহাই পাইয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।গুরুতর আহত স্কুটি ও মোটর সাইকেল আরোহী দুই জনই পানাগড়ের বাসিন্দা বলে জানা গেছে।