সরকারি নির্দেশিকা মেনে বর্ধমান শহরে সোমবার সবজী,মাছ ও মাংসের বাজার বন্ধ হল।পূর্ব বর্ধমান জেলা তো বটেই বর্ধমান শহরেও কোভিডের গ্রাফ উদ্ধমুখী। গত ২৪ ঘন্টায় জেলায় মোট ৫২৬ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। আর বর্ধমান শহরে আক্রান্তের সংখ্যা ২০২।
সুতরাং কোভিড বিধিকে আর উপেক্ষা করার মত কোন বিলাসিতা দেখানো যাবে না।কোভিডে ধুঁকছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালও।সেখানে এখনো পর্যন্ত মোট ৩০ জন চিকিৎসক কোভিড পজিটিভ। সকলেই কোয়ারান্টাইনে গেছেন।পাশাপাশি ৩৫ জন নার্সিং কর্মী ও স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন।সব নিয়ে ভয়াবহতা মারাত্মক।
এদিন সকালে শহরের তেঁতুলতলা, স্টেশন, নীলপুর,বীরহাটা,ঝুরঝুরে পুল কিংবা উদয়পল্লী বাজার সবই প্রায় সুনসান।পুলিশ প্রশাসন সক্রিয় থাকায় কোথাও মাছ,সবজী বা মাংসের বাজার খোলা নেই। ব্যবসায়ীরাও সমর্থন জানিয়েছেন প্রশাসনের কোভিড নির্দেশিকাকে।