সংবাদাতা,পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলায় হু হু করে বাড়ছে দৈনিক করোনা সংক্রমণ।জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি খণ্ডঘোষ ব্লকেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। খণ্ডঘোষ গ্রামের তাতিপাড়া এলাকায় দুটি পরিবারের মোট চার জনের শরীরে হদিস মেলে করোনা ভাইরাসের।
একই পাড়ায় দুটি পরিবারের চার জন ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ আশায় জেলা প্রশাসনের পক্ষ থেকে খণ্ডঘোষ তাতিপাড়া এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়। কনটেনমেন্ট জোন ঘোষণা হওয়ার পর তড়িঘড়ি খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েত ও খন্ডঘোষ থানার পুলিশ ওই এলাকায় বাঁশের ব্যারিকেড লাগিয়ে কনটেনমেন্ট জোন এলাকা চিহ্নিত করন করে।
খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু সাঁতরা ওই এলাকার সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দেন এবং সর্বদা মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন। এর পাশাপাশি তিনি সাধারণ মানুষকে করোনা বিধি মেনে চলার অনুরোধ করেন।