Type Here to Get Search Results !

বর্ধমানের পাশাপাশি এবার মেমারী পৌর এলাকাতেও জারি হল কোভিড বিধি নিষেধ



সংবাদাতা,পূর্ব বর্ধমান:- বর্ধমানের পাশাপাশি এবার মেমারী পৌর এলাকাতেও জারি হল কোভিড বিধি নিষেধ।শনিবার বিধি নিষেধ লাগু করে মেমারী পৌরসভা।আগামীকাল রবিবার ৯ জানুয়ারী থেকে ১৫ জানুয়ারী  এই নিয়ম বলবৎ থাকবে বলে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে।



শনি ও রবিবার মেমারী শহরের সমস্ত দোকানপাট বন্ধ থাকবে।সোম থেকে শুক্রবার পর্যন্ত সকাল ৮ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা থাকবে সব দোকান।অন্যদিকে সোমবার থেকে শুক্রবার সকাল ৮ পর্যন্ত পাইকারী বাজার খোলা থাকবে।



মিষ্টির দোকান সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত খোলা থাকবে।সোনার দোকান সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে।ক্রেতা এবং বিক্রেতা উভয়কে মাস্ক পড়তে হবে,বিনা মাস্ক এ কোনো জিনিস দেওয়া যাবে না, যদি অন্যথা হয় তাহলে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad