সোমনাথ মুখার্জি লাউদোহা :- লাউদোহার মাধাইগঞ্জ এলাকায় জল ট্যাংকির কাছে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় ।মৃত যুবকের নাম জগদীশ কবিরাজ, বয়স আনুমানিক ২৭বছর । স্থানীয় সূত্রে জানা যায় জগদীশ এলাকারই মাধাইগঞ্জের ওই জল ট্যাংকিতে কর্মরত ছিল । শনিবার সকালে সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বলে সূত্রের খবর।
শনিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে এই ঘটনাটি । তড়িঘড়ি খবর দেওয়া হয় লাউদোহায় ফরিদপুর থানায় ।ফরিদপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ।সূত্র মারফত জানা যায় এই যুবক বীরভূমের হজরতপুরের বাসিন্দা ।
যুবকের নাম পরিচয় জানার পর পুলিশের তরফে খবর দেওয়া হয় ওই যুবকের পরিবারের সদস্যদের ।পরিবারের তরফে এই মৃত্যু নিয়ে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে শেষ পর্যন্ত পাওয়া খবর । তবে ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তদন্ত শুরু করেছে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ ।