সংবাদাতা,দুর্গাপুর:- ন্যাশনাল ক্লিন এয়ার পলিউশন এর মাধ্যমে দুর্গাপুর শহরের বাতাস থেকে ধূলিকণা কম করার জন্য শনিবার দুর্গাপুর শহরে দুটি গাড়ির সূচনা করা হলো।
জানা গেছে এই গাড়ি দুটির দুর্গাপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রাস্তা থেকে যে ধূলিকণা দুর্গাপুর শহরে বাতাসের মধ্যে যাতে ছড়িয়ে না যায় সেই কারণে এই গাড়িগুলো বাতাসের মধ্যে ধূলিকণা মেশার ক্ষেত্রে অনেকটাই আটকাতে সক্ষম হবে।
দুর্গাপুর পৌরসভার মেয়র পরিষদ প্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আজ দুটি গাড়ির সূচনা করা হয়েছে। এই গাড়ি করি দুর্গাপুর শহরের প্রবেশ করতে অনেকটাই সক্ষম হবে।
বিশেষ করে যে সমস্ত এলাকায় শিল্পের জন্য কারখানা রয়েছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে পলিউশনের মাত্রা বেশি হয়। সেই সমস্ত এলাকায় এবং দুর্গাপুরে অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় এই গাড়িগুলো ঘুরবে এবং পলিউশন কম করতে অনেকটাই সক্ষম হবে।